অভিমানী
           -----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বড্ড অভিমানী ছিলে তুমি
কথায় কথায় করতে, শুধু ভার মুখটি।
কখনো অভিমানেই,ঝরতো বৃষ্টি
কি অপরূপ ছিল, ঐ কাজল কালো আখি দু'টি।


আজ তো আমি  নেই
কার সঙ্গে অভিমান কর তুমি?
আজ কে ভাঙ্গিয়ে দেই,
এসে সকাল সকাল মধুর ঘুমটি।


আজ তো আমি নেই
কার উপরে চালাও, কোমল হাত দু'টি।
এখন কার সাথে পড়তে বসেই,
আবার অযথা শুরু কর ঝগড়াঝাঁটি।


অভিমানী আজ কোথায়, হারিয়ে গেলে তুমি?
এ বিশাল জগতে, আজো তোমায় খুঁজি।
ঐ পথ হারা পথিকের মত আমি
জনে জনে তোমার খোঁজ করি।
অভিমানী, তুমি ফিরে এসো আবারি
থাকবো দু'জন, জনম-জনমের হয়ে সঙ্গী।


          


রচনাকালঃ ০৯--০২--২০১৬ইং
ক্রমিক নংঃ ৪৩.