অপেক্ষায় তোমার
           ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
            ক্রমিক-নংঃ ১১৩


তোমাকে এতো ভাল লাগে কেন
তুমি কি এক-ঝাক পাখির
সেই কোমল মায়াবতী পাখিটি?
যে সবার থেকে আলাদা শুধু কি আমারি জন্য
চুপ করে থেকো না, ওগো অনন্য।
তোমার প্রেমে বার-বার আমি কেন
ভূতল গভীরে হারিয়ে যাই?
মনের অজান্তে আমাকে হারাই।।


কোথাও তো লেখা ছিল না
তোমার আমার মিলন হবে,
কোন পরিকল্পনা ওহ্ তো ছিল না
তোমার আমার একটি ছোট্ট সংসার হবে।
তোমার আমার মত হয়তো
নিয়তিও কখনো চাইনি, আমরা এক হই
তাই হয়তো আজো অপেক্ষায় তোমার।।


মনে মনে হয়তো দু'জন দু'জনাকে চাইতাম
কিন্তু কখনো তো কেউ মুখ ফুটে বলিনি
না তুমি, না তো আমি।
তবে কি আমরা একই জুটি
ভালবাসি বলব না, তবুও ভালবাসি।
শতবার দূরে গিয়েও বার-বার ফিরে আসি
সহস্র বছর পরেও তুমি আমার
আর আমি অপেক্ষায় তোমার।।


রচনাকালঃ ১৯--১১--২০১৬ইং