অপেক্ষাহীন স্বপ্ন
               ----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


স্বপ্নহীন ঐ দু'টি চোখে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে,
নীলাম্বরের চন্দ্র গ্রহ সবকয়টা গুনে গুনে
অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি আমি।


তুমিহীনা সেই, অপেক্ষাহীন স্বপ্ন
তবুও দেখে চলেছি, দিশেহারা হয়েছি,
তুমিহীনা সেই আমি।
যেন সূর্যের মতো একাকি,
তবুও অপেক্ষাহীন স্বপ্ন দেখতে থাকি।


যদি ভুল করেও আবার
দেখা পাই আরেকটি বার
তবে না হয়, জীবনটাকে সাজাব আবার
শুরু করবো ভালবাসার সংসার।
যদি তুমি দাও দেখা,,,,,,,,,,,,,,,,,
          


রচনাকালঃ ১০-১০-২০১৫ইং
ক্রমিক নংঃ ০৮।