অপেক্ষায় আছি
        ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
             ক্রমিক-নংঃ ১৫৯
  
জানি একদিন
নিজের ভুল গুলো বুঝতে পারবে তুমি
ফিরে আসবে আমার কাছে।
আমার সামনে এসে নির্বাক দাড়িয়ে থাকবে
হয়তো আবেগে বুকে মাথা রেখে মুখ লুকাবে..
নিঃশব্দে কাঁদবে অনেকটা সময় ধরে।
আমি যখন জানতে চাইবো, তোমার মন খারাপ কি না
আমাকে থামিয়ে উত্তরে "না বলবে"
আমি তখন বোকার মত হেঁসে বলবো
তুমি এখনো ভাল ভাবে মিথ্যা বলতেও শিখোনি,
তখন তুমি চোখের পানি দেখিয়ে বলবে আমায়
কই তুমিও তো ঠিক মত কাঁদতে জানো না।
অতঃপর সেই মধ্যবর্তী সময়ের সকল মান-অভিমান ভুলে
হাঁসতে হাঁসতে লুটিয়ে পড়বো আবার তোমার'ই বুকে...!!


জানি তুমি একদিন ফিরবে আসবে আমার কাছে
আমি তো বেঁচে আছি সেই দিনের অপেক্ষায়,
তা না হলে কবেই ইতি ঘটতো এ নিঃঙ্গ জীবনের।
যেদিন তুমি অন্যের বুকে সুখে থাকার লোভে
প্রথম মাথা রেখে ছিলে। তুমি আসবে তো?
বলো আসবে তো আমার জন্য অপেক্ষার অবসান ঘটাতে
আসবে কিন্তু, আজীবন তোমার অপেক্ষায় আছি......।।


রচনাকালঃ ১৬--০৪--২০১৬ইং