অসম প্রেম
       ক্রমিক-নংঃ ৩১৪
      -শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)

             জানি না! কে তুমি...
         কি তোমার বংশ পরিচয়
কেন'বা করলাম তোমার সাথে মন বিনিময়।
কথা-বার্তায় সময়ের ভালোলাগায়
কেটে গেল মাস ফেরিয়ে দু-দু'টি বছর।
কতনা ঘনিষ্ঠ হয়েছি কাছে এসেছি
হয়তো ভালোবেসেছি দু'জন দু'জনকে।
মন প্রাণ সবটা উজাড় করে
দু'জনে জানি আমাদের মিলন কখনো সম্ভব নয়।
তবুও আমরা সমাজ ধর্মত্রন্ত নিয়ম মেনে
ভালোবেসে যাবো একে অপরকে।
পাওয়া না পাওয়ার হিসেব কষবো না কখনো,
                       কেউ কারো তরে!!


          কি এমন আছে তোমার মাঝে
যা আমাকে সর্বদায় চুম্বকের মতো আকর্ষণ করে?
জানি নাহ্, অনেকবার জানতে চেয়েও ব্যর্থ হয়েছি।
তোমার আখিদ্বয় যেন নিকোষ অন্ধকার
বাদামের জ্বলসে যাওয়া রঙে তোমার গায়ের রং
নিস্তব্ধ কন্ঠস্বরে কি করে করো এতো ঢং?
খুশকো-রূক্ষ কোকরানো চুলের মাঝে মায়াবতী মুখ
সেই মুখে সবর্দায় লেটপে থাকে প্রাণচঞ্চল হাসি।
সেই হাসিতে মুগ্ধো হয়ে বলতে ইচ্ছে হয়
শুনছো অবিশ্বাসী, হ্যাঁ তোমাকে বলছি
ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি।।


কি করে প্রতিনিয়ত এতো এতো অবহেলা
সহ্য করে যাও নিরবে, জানি না।
কখনো কি জানতে চাইবে, কেন তোমার সাথে এমন করি
কেন তোমাকে ইচ্ছে করে কষ্ট'দি,রাগিয়ে'দি মাঝে মধ্যে?
কেন তোমাকে অহংকারী কিনবা অস্মিতা নামেও ডাকি!
কিনবা ভালবেসে কেন তোমাকে অবিশ্বাসী বলেই ডাকি
কখনো কি জানতে চাইবে, জানি নাহ্
কি হবে এই অসম প্রেমের শেষ পরিনতি...!!


রচনাকালঃ ১১ই মার্চ ২০১৯ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।]