পাগলী তোকে ভালবাসি
                     ক্রমিক-নংঃ ১৭৬
         ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তোর গল্পের শিরোনাম
কখনো হতে পারবো না জানি।
তবুও গল্পের মাঝ বরাবর
একটা ছোট্ট চরিত্রে আমায় রাখিস।
তাতেই আমি তৃপ্ত হব।
তোর আকাঁ ক্যানভাসের ঐ রং তুলির ছোঁয়ায়
কখনো ভালো মানুষ হতে পারবো না।
তবুও একটু আচর কাটিস
ইচ্ছে করে না হোক ভুল করে না হয়...
পাগলী তোকে সত্যি ভালবাসি-রে.......।।


তোর উষ্ণ ছোঁয়ায় সমুদ্র স্নান করবো ভাবিনি কখনও
তবুও তোর মাঝে আমার অনন্ত কালের আবাস
তাতেই আমি খুশির সাগরে হাবুডুবু খাই রোজই,
তোকে নিয়ে সাত জন্মের মিথ্যা স্বপ্ন দেখিনা আমি।
শুধু এজনমের কোন এক বসন্তের বিকাল আমায় দিস
তাতেই আমি সিক্ত হবো, পূর্ণতা পাবে আমার স্বপ্নগুলি।।


তোকে বলব না কখনো ভালবাসি
শুধু একটু আবেগে আর অনু পরিমান মায়ার বাঁধনে
ঝড় তুলবো তোর মনের গহীনে।
আমার বুকের বাম পাশটাতে, যেখানে তোর নামে
সাড়ে তিন ইঞ্চি হৃদয়টা ছটপট করতে থাকে
একবার কান পেতে শুনিস অথবা
সেখানটায় একবার হাত বুলিয়ে বলিস আমায়
সত্যি তুই একটা মস্ত বড় পাগল।
আমি অসম্ভব শান্তিতে কাটিয়ে দিতে পারবো
তোর ভাবনায় তোর স্পর্শের আলিঙ্গনতার মরমে এজীবন।।


রচনাকালঃ ২৫--০৫--২০১৫ইং