পাগল
      ক্রমিক-নংঃ ২৫৫
       -------  শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


দু'দিনেরি দুনিয়াতে, পাগল আমরা সবাই
সময়ের ব্যবধানে, স্বার্থের দরজায়
অযথায় বার-বার কড়া নেড়ে যাই।
কেউ পাগল বাড়ির, কেউ পাগল গাড়ির
কেউ পাগল টাকার, কেউ বা পাগল নারীর
কেউ পাগল দেহের, কেউ পাগল মনের।
পাগলেরি দুনিয়া আমরা, সবাই পাগল ভাই
কেউ পাগল কবিতার, কেউ হয়  ভালবাসার।
পাগল পাগল পাগল, আমরা সবাই পাগল
পাগলামী ছাড়া হয়না ভবের উৎকর্স সাধন।।


রচনাকালঃ ২৩--০৯--২০১৩ইং