খুব কি প্রয়োজন ছিল
দু'টি অট্রালিকার মাঝে রুদ্ধ প্রাচীরের?
কৈ আটকাতে পারলে না তো
সেই আনন্দ সুখ-দুঃখের অভিমানকে।


একের পর এক ভাঙ্গছে জলাধিপার তরঙ্গ
সূর্যতো ছড়ায় আলো প্রাচীরের দু'পাশে,
পারলে না তো তাকে দমন করতে।
মিথ্যা অহংকারে কেন, গড়লে তুমি
এতো সব ভেদাভেদ আর পার্থক্য?


মাঝপথে দিলে কাঁটাতারের আস্তরণ
তাতে কি এসে যায়,
তোমার আঙ্গিনার সেই পুষ্পকলি হতে
সুবাস তো আমরাও পাই।


হয়তো অযথা দিলে উজানে বাঁধ!
এখন তুমিই পাওনা, সেই পবিত্র জল।
সে জল তো তোমারও ঝরে
যখন পোড় একাকীত্বের অনলে।


তুমি কি করে বুঝবে সে কষ্ট?
তোমাকে তো থাকতে হয় না উপোষ,
খাবার না পাওয়ায় পেটের পীড়ায়
পুড়ি আমরা, গরীবেরা ক্ষুধার জ্বালায়।


        
রচনাকালঃ ০৪--০১--২০১৭ইং
ক্রমিক-নংঃ ১৩০