আমি মাঝে মাঝে, ভেবে অবাক হয়ে যাই!
কি করে বোকা মেয়েটা স্বামী,সংসার বাচ্চাকে সামলায়,
যে কিনা নিজে এক মুঠো চাল, রান্না করে খেতে জানতো না।
আজ সে এত কিছু করছে কি করে?


মানুষ কি এতোই দ্রুততার সঙ্গে নিজেকে বদলাতে পারে?
যে মেয়েটির সকাল হতো বেলা দশটায়
আজ সে কেমন করে সংসারের সব কাজ
পাখিদের জেগে ওঠার আগে সেরে ফেলে।
সত্যি আমি  অবাক হয়ে যাই!


যে মেয়েটি প্রজাপতির মত সারা দিন
এপাড়া হতে ওপাড়াতে ঘুরে বেড়াত
আর আজ সে বছরের পর বছর
সংসারের মায়া জালে বন্ধী।
আজ কি তার দম বন্ধ হয়ে আসে না?
সত্যি আমি অবাক হয়ে যাই!


সন্ধ্যার আকাশে যখন তারারা খেলা করে
জোনাকিরা মাঠেঘাটে উড়ে বেড়ায়,
সেই মেয়েটি কি করে তখন নিজেকে আটকে রাখে
সংসার নামক চার দেয়ালে।এবং কি সে বৃষ্টির সঙ্গেও আড়ি কেটেছে।যেমনটি আমার সঙ্গে কেটেছে।
ভেবে ভেবে পাগল হয়ে যাই,কিন্তু কোন উত্তর পাই না
সত্যি আমি অবাক হয়ে যাই।