তুমি রূপসী তুমি বনলতা
তোমার দেহ জুড়ে সজীবতা,
তোমার স্বপ্নে সবাই বিভোর
আমি বন্ধু কালো বলে,
  আমায় যত অবহেলা অনাদর।


তোমাদের নিয়ে যখন
ব্যস্ত প্রেমিক ভুবন,
আমি ইতিহাসের পাতায়
তখন করি বিচরণ,
    এইতো আমার জীবন।


তোমরা যখন প্রেমিকের বুকে মাথা রেখে
স্বপ্নের ঘুড়ি উড়িয়ে দাও দুর আকাশে,
আমি তখন জানালার ধারে বসে ভাবতে থাকি।
এমন দিন কি কখনো আসবে?মন বলে,না কখনই আসবে না।
আমি তো বন্ধু কালো পাহাড়।তোমাদের মত প্রজাপতি না।


তোমরা যখন ছুটির দিনে, খোলা আকাশের নিচে
হাত ধরে হেঁটে যাও দিগন্তের পানে,মেতে থাকো রোমান্টিকতার চাদরে।
আবার,কখনো ভালবাসার ঝড় তোল,চায়ের পেয়ালা হাতে বারান্দায়।
আমি তখন ঘুমিয়ে থাকি,ছেড়া কাঁথার নিচে
নিথর দেহ নিয়ে,বিষন্নতার সাথে যুদ্ধ করি।


বারবার প্রশ্ন জাগে এমনে
আচ্ছা; তোমরাও তো আমার মত মেয়ে।
তাহলে তোমাদের জন্য এতো কিছু আর
আমার জন্য শূন্যতা কেন?
ও বুঝেছি, আমি কালো বলে।


আচ্ছা;তোমরা কি মানুষকে
গাঁয়ের রং দেখে বিচার কর?
তোমরা কি ভুলে গেছ?
একজন মানুষকে রঙ নয়
মন দিয়ে বিচার করতে হয়।


      গোলাপ যদি কালো হয়
            সুবাস তবু থাকে,
      কালো হলেও মনটা আমার
             বন্ধু কালো নারে,
আমি ছাড়া আমার দুঃখ,আর কেউ না বুঝে।