বৃষ্টি এলে বুকের ভিতরটা কেমন জানি
নড়ে ছড়ে উঠে,
মনে পড়ে যায়,সেই হারানো শৈশব
মনে পড়ে সেই হারানো দিনগুলি।
যেখানে ছিলিস তুই আমার পাশে
পুতুল খেলার চলে তুই বৌ হতি আমার
আমি তোর সঙ্গে পাতিতাম সোনার সংসার।
তখন ভাবতাম!কবে আমরা বড় হব?
কবে তোর আলতা রাঙ্গা পায়
আমি নিজ হাতে নুপুর পড়িয়ে দিব।


বৃষ্টি এলে তোর স্মৃতি গুলো
বড্ড বেশি জালায় আমায়,
তোর সাথে কাটানো ঐ এক-একটা দিন
আজ কয়েকশত বছর মনে হয়।
বৃষ্টি এলে ময়ুরের মত আমারও নাচতে ইচ্ছে হয়
তোর হাতে হাত রেখে,সমতালে বৈরাগী হতে।