পতাকা
       ✍শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
       ক্রমিক-নংঃ ১৫৭


এই পতাকা লাল-সবুজের
রক্ত কণায় আঁকা,
এই পতাকায় ঘুমায় মায়ের
ছোট্ট খোকন সোনা।
নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী
যুদ্ধে হারালো ত্রিশলক্ষ প্রাণ
বাংলা, মা-মাটি দেশের তরে
লক্ষ জীবন হলো বলিয়ান।
তোমার তরে লাখবীর সেনা
বুদ্ধিজীবি আমজনতা
লাঞ্চিত বোন শহীদ জননী
শুয়ে পড়েছে নিশ্চুপ সমাধীতে।
তোমায় ছোঁয়ার নেশায়
জীবন নিয়েছে হাতে
যুদ্ধ করেছে দিনেরাতে।
অবশেষে তুমি এলে
সেই কাঙ্ক্ষিত প্রভাত হয়ে,
হাসি ফোঁটালে সবার মুখে
দূর করে দিয়ে সকল সহিংস্রতা
স্বপ্নের এই স্বাধীন বাংলায়
স্বাগতম লাল-সবুজের
রঙ্গিন পতাকা তোমায়।।


রচনাকালঃ ১২--০৯--২০১৬ইং