প্রেমে পড়েছি
           ক্রমিক-নংঃ ১৯৯        
     ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তোমার ঐ রক্তজবা
লাল টুকটুকে ঠোঁটের
প্রেমেতে আমি পড়েছি।
তোমার ঐ ঠোঁটের নিচে
কালো তিলের প্রেমে পড়েছি।


তোমার ঐ মৃদু হাসি
নিয়েছে আমার মন কাড়ি
বার বার ভালবাসার ঘরে
কে সে একটু বাঁধে বাঁধে কড়া-নাড়ে।


কি আছে তোমার মাঝে
টানছে কেন তোমার দিকে
তোমার ঐ দেহের শীতল গন্ধের প্রেমে
প্রিয়; অজান্তে আমি যে পড়েছি তোমারি প্রেমে।
চোখ বুঝেও আমি
তোমার উপস্থিতি অনুভব করতে পারি।।


তোমার চোখের একফলক ঐ দুষ্ট চাহনি
খুলে দিল তোমারি মনের বন্ধ ঘর খানি
আঁখি তোমার কৃষ্ণ কালো
তোমাকে দেখতে লাগে ভালো।


তোমার দীঘল কালো কেশ
বকুলের মালা মানায় বেশ
তোমার কি আর দিব উপমা
তুমি নিজেই তো নিজের তুলনা।
বুঝলে "অস্মিতা" সত্যি বলছি
আমি অদম তোমার প্রেম পূজারি।।


রচনাকালঃ ০৯--০৩--২০১১ইং