রয়ে গেলাম                      ক্রমিক-নংঃ ৬০


          _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


যদি এমন কোন মুহুর্ত থাকতো
তবে কতো না ভাল হতো
যদি তোমায় ভুলে দূরে সরে থাকা যেতো
তোমায় নিয়ে সন্ধ্যা অবধি ভাব-বার মতো
অন্তত একটা লোক থাকতো
একটি পবিত্র আত্মা থাকতো
তবে অন্তত আমি একটি বারের জন্য মুক্তি পেতাম।


কিন্তু সমস্যাটা কি জানো প্রিয়..?
       নাহ্, তুমি জানো না!
আমি হাজারটা লোক দেখেছি
তবুও কারো চোখে তোমার জন্য
এক ফোটা প্রেম দেখিনি
সবার চোখে আমি দেহের ক্ষুধা দেখেছি
অহিংসা আর লোভ দেখেছি
কারো চোখে এতটুকু ভালবাসা দেখিনি
আর তাই বাধ্য হয়ে তোমাকে ভালবাসার
কাজটা আজও নিজেই করছি।


আগে যদি জানতাম আমি হবে তুমি পর
ভুল করেও ছাড়িতাম না বসত বাড়ি-ঘর।
তোমার জন্য করেছি কত সংগ্রাম
সে কি প্রিয় তুমি জানতে না
কতবার মনের ঘরে ডেকেছি হরতাল, মেরেছিলাম তালা
তবুও বেপরোয়া মন তোমায় ছাড়া কিছু বুঝে না।


আগে যদি জানতাম, তোমায় এতোটা ভালবাসার পরেও কষ্ট পাবো
তবে কখনো তোমার ছায়াও স্পর্শ করতাম না
কিন্তু কি আর করার বল..? আমার যে উপায় নেই আর
অনেক বারে এতো চেষ্টা করেছি তোমাকে ভুলে যাবার
তবুও মায়ার টানে তোমারি কাছে রয়ে যায় বার-বার....।।


রচনাকালঃ ০৫--০৫--২০১৬ইং