চলে যাচ্ছ? যাও তবে
ফিরে এসো সেদিন, কেমন।
সেদিন! সেটা আবার কোন দিন?
ধরে নাও না, আজ থেকে সাঁইত্রিশ বছর পর,,,,,,,,
ওমাহ্, কি যে বলো না তুমি?
অতদিন হয়তো বাঁচব না কেউই
তাহলে ফিরে আসব কি ভাবে?
যদি বেঁচে থাকো, তবে ফিরে এসো
আমাদের ভালবাসার সেই হিজল তলায়
মধুর কন্ঠে নিঃশৃত সুরে ডেকো আমায়।
সেদিন তোমার জন্য....নিয়ে আসব আমি
আসবে কিন্তু,অপেক্ষায় থাকব......।।


চলতে চলতে হঠাৎ পথের বাঁকে
তোমায় দেখে, গেলাম চমকে!
ঠিক সাঁইত্রিশ বছর পর,,,,,,,,,,,,,
কাছে আসলে তুমি আমার।
বললে, দেখো না আমায়
যায় নাকি চেনা? আমি সেই
তোমার হৃদয় মনি।
সকাল বিকাল যে তোমাকে বিরক্ত করত।
অন্যায় করলে শাস্তি দিত,
অকারণে ভালবেসে বকাও দিত
আমি সেই, তোমার মন চুন্নী।।


অনেকক্ষণ নিরব থেকে,
হ্যাঁ; চিনতে পেরেছি।
বললাম, দেখি হাতটা বাড়াও।
পকেট হতে একগুচ্ছো বকুল ফুলের মালা
বের করে, ধরিয়ে দিলাম। বললে তুমি,
এখনো দেখি সব কিছুই মনে আছে।
হুম কি করব পাগলী, তোমাকে তো
এক মুহুর্তের জন্য যে ভুলতে পারিনি,
আর,,,,,,,,
আর কি? অর্ধেক বলার স্বভাবটা
তোমার আজো গেল না।
আর হয়তো কখনো যাবেও না,
থাক না পড়ে, তোমার কি যায় আসে তাতে?
আর হয়তো তোমাকে আজো ভালবাসি।
তাই হয়তো আর সবার মত নিজেকে
সংসারের মায়াজালে বাঁধতে পারিনি,
আজো তোমার অপেক্ষায় আছি,,,,
বললে না তো, কেমন আছো তুমি,,,,,,,?
  
রচনাকালঃ ২৮--০৩--২০১৬ইং


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন]


ক্রমিক-নংঃ ১০৮