সে মেয়েটা
            _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কেমন আছে সে মেয়েটা
এখনো কি পাটি-গণিত'কে
বাংলা অংক নামেই ডাকে!
রম্ভস বললে; বৃত্ত আঁকে....??


সেই মেয়েটা আজও বুঝি
মুরগীর মতো দু'ঝুটি বাঁধে
লাল লিপিস্টিকে ঠোঁট আঁকে!
কাজলের কালিতে লাজ ঢাকে।


কোথায় আছে সে মেয়েটা
এখনো কি ছবি আঁকে
রং তুলির কোমলায়ন স্পর্শে
রূপিত করে স্বপ্নের রূপকথা।


সে মেয়েটা আজ হারালো কোথায়
কোন সে শহর, কোন সে নগর
       তার খোঁজ মেলানো দায়।


সে মেয়েটার কথা
আজ বড্ড মনে পড়ে
অনেক খুঁজলাম চুপিচুপি
ফেসবুক, হোয়াটআফ ও টুইটারে।


যদিও আমি জানি; দূরত্বটা এক যুগের
তবুও তাকে খুঁজি, কতিপয় গল্পে রোজি
              বেনামী ছন্দের শিরোনামে.....।।


ক্রমিক-নংঃ ২৮৯..
রচনাকালঃ ০৬আগস্ট ২০১৮ইং
স্থানঃ বাগবাড়ী, লক্ষ্মীপুর।