শান্তনাতেই থাকবো বেঁচে
           ক্রমিক-নংঃ ২২৯
             ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


পৃথিবীর এ প্রান্তে না হোক অন্য কোন প্রান্তে
আমার ঘরে না হোক অন্য কোন ঘরে
অন্য কোন পুরুষের আলিঙ্গনে থাকবে তুমি
এবুকে না হোক অন্য কোন বুকে
কষ্ট ফেলে মুখ লুকাবে তুমি।
থাকবে হয়তো রোম-প্যারিস কিংবা রোমান্স্য নগরীতে
স্বামী সন্তান নিয়ে মহাসুখে।
অন্যসব রমণীদের মতন ছয়-সাত কুচির উপর ভর করে
পড়বে বারো হাতের ঢাকায় মসলিন কিংবা জামদানী।
বৃষ্টির দিনে ঘুরে বেড়াবে বিরধীপক্ষের হাতে হাত রেখে
সন্ধ্যায় বসবে শহরের কোণে বসা ফুস্কার আসরে
অথবা খামখেয়ালি দক্ষিণাচল জানালায়
মেতে রবে হাসি-ঠাট্টা কখনো বা শিহরিত হবে উষ্ণ  ছোঁয়ায়।
কখনো বসে প্রহর গুণবে অফিস ফেরত স্বামীর অপেক্ষায়
চৈতালি হাওয়াকে সঙ্গী করে
অপেক্ষার প্রহসন ঘটিয়ে আসবে সে,
চুমু আঁকবে মান-অভিমান ভাঙ্গাতে তোমার কপালে।
কখনো বা মাঝরাতে ভাঙ্গা কন্ঠে শোনাবে তুমি
প্রিয় কয়েকটি গানের কলি
হলি-ডে উদযাপন করবে স্পেশাল কোন রেসিপিতে।
পৃথিবীর কোথাও না কোথাও সেদিনও থাকব আমি।।


পৃথিবীর অপর প্রান্তে তোমার ভাবনায় বিভোর হয়ে
পুরো পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে
তখনি স্মৃতিরা মেতে উঠে পুরানো বেদনার উন্মাদনায়
উদাসীন করে তোলে রোজই আমায়
পাপড়ি হতে গড়িয়ে পড়ে একের পর এক বিষাদিনী কণা।
কোন কোন মাঝরাতে মনে পড়ে তোমাকে দেওয়া শেষ কথা
ঘুম ঘুম চোখে লিখতে বসি আবারও তোমায় নিয়ে কবিতা
খুব ইচ্ছে হয় আগের মত করে হেঁটে যেতে তোমারি আঙ্গিনার পাশ দিয়ে
একাকি নিরিবিলি সেই চেনা পথটা ধরে।
হাজারও ব্যস্ততার ভিড়ে মনে পড়বে তোমায় প্রতিটি ক্ষণে
দুরন্ত সব নিয়মকে ভঙ্গ করে পারলে ফিরে এসে দেখে যেও
সেদিনও থাকব তোমার স্মৃতি আঁকড়ে ধরে।
জানি আমি, সহস্র চেষ্টার পরেও আমি তুমি কখনো আর
আমরা হতে পারবো না। হোক না নিয়তির ভুলে
নয়তো সমাজতান্ত্রিক কিংবা যান্ত্রিক কোন গোলযোগের ছলে।
ঘড়ির কাটার মত ঘুরছে পৃথিবীটাও কেউ নেই তো বসে
রাতের পরে ভোর আসবে ভুলিনি তা একেবারেই।
বৃষ্টির শেষে আকাশ সাজবে রংধনুর সাত রঙ্গে
কদম ফোটার গন্ধ আসবে বর্ষাকালে
আর কোন সকালে তোমার ভেঁজা চুলের গন্ধ
পাব নাকো আর কোন কালে।
তখন তুমি থাকবে আমিও থাকবো
হয়তো দু'জনের মধ্যে রবে অদৃশ্যমান অবিশ্বাসের ভাঙ্গা দেয়াল
তবুও আমরা শান্তনা দিব নিজেকে, প্রতিটি মন খারাপের দিনে
তুমি আমি তো একই আকাশের তলে..........
এমন ভাবনায় শান্তনাতেই থাকবো বেঁচে।।


রচনাকালঃ ০৩--০৭--২০১৭ইং


[[বিঃদ্রঃ কোন রকম ভুলত্রুটি নজরে আসলে জানাবেন দয়া করে]]