শীতকাল
           ক্রমিক-নংঃ ১৭১
       _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ঝিরি ঝিরি হাওয়া বইছে
ঝরে যাচ্ছে গাছের পাতা
কিরণ রশ্মি অসময়ে অস্ত যাচ্ছে
রক্তের রঙ্গে আঁকা লাল সূর্যটা।


ধীরে ধীরে নামছে কুয়াশা, অন্ধকার হচ্ছে সবদিক
নিবু নিবু করে জ্বলছে মাটির প্রদীপ, এদিক-সেদিক
শীতল হচ্ছে শহর-নগর, নীরবতা ছুয়ে যাচ্ছে দশদিক
নিশি যত হচ্ছে গভীর, নিভে যাচ্ছে তত প্রদীপ।


সকাল না হতে ডাকবে আবার
দোয়েল-কোয়েল শালিকেরা
নব দিনে জেগেও জেগে উঠবে না সূর্য মামা
সবাই তখন বসে থাকবে, পথ চেয়ে তার অপেক্ষায়।


ঘাসফুলের উপরে পড়ে রবে, কয়েক ফোটা শিশির
সকালের এক মুঠো রোদ যেন হিরে-পান্না
নদ-নদী দূরের ঐ সমুদ্র সব যাবে শুকিয়ে
সূর্য মামা জাগ্রত হতে অধর্বেলাতে।


রচনাকালঃ ১৪--০৩--২০১৫ইং