সহজে ভালবাসা পাবে
      _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


ভালবাসি বললে যদি ভালবাসা হতো,
মনের মানুষটাকে আপন করা যেতো!
তবে হয়তো আর কোন প্রেমিক যুগল'কে;
অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিরহ-অভিমানে
অকালে মরহুম হতে হতো না।।


দিন পেড়িয়ে মাস,মাস পেড়িয়ে বছর;
বছরের পর বছর, সে আসবে না জেনেও
অপেক্ষায় বসে থাকার নাম হয়তো ভালবাসা।
বিষাদ কষ্টে তোমায় ভেবে ঠোঁটের কোণের
এক চিলতে হাসির নাম হয়তো ভালবাসা।
চোখের দিকে এক পলক তাকিয়ে
মনের না বলা কথা গুলো বুঝে নেওয়ার নাম হয়তো ভালবাসা।।


কি ভেবেছ তুমি প্রিয় সখী,
ভালবাসা সেও কি হয় বাজারে বিকিকিনি!
যে ইচ্ছে হলে কয়েক কিলোগ্রাম কিংবা ডজন হিসাবে কিনে আনবে?
ভালবাসা একটি পবিত্র বন্ধনের নাম
কখনো নোনতা জলে দিতে হয় এর দাম।
ভালবাসার পথে আসবে বাঁধা
পথের কাঁটা ফুটবে পদতলে,পিছ পা হলে
                             কেমনে হবে রাঁধা!!


রচনাকালঃ ০৫--১০--২০১৬ইং
ক্রমিকনংঃ ২২৫..