সবটাই স্বপ্ন
                              ক্রমিক-নংঃ ৯৭
          ------শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


আজ কাল আর
আগের মত করে, তোকে নিয়ে ভাবি না।
আর যদিও ভাবি, তবে তোর জন্য কাঁদি না।
আর যদি কেঁদেও ফেলি, অশ্রু আমার ঝরে না।
অশ্রু যদি ঝরেও যায়, বালিশ আমার ভিজে না।
বালিশ যদি ভিজেও যায়, তখন ঘুম আমার আসে না।
ঘুম যদি চলেও আসে, স্বপ্ন আমি দেখিনা।
ভুল করেও যদি স্বপ্ন দেখি, তোকে আমি দেখি না।
তোকে যদি দেখেও ফেলি, প্রেমের নেশা জাগে না।
প্রেমের নিশা যদি জেগেও যায়, প্রেম আমি করি না।
প্রেম যদি করেও ফেলি, পাপড়ি আমি ছিড়ি না।
পাপড়ি যদি ছিড়েও ফেলি, মধু আমি খাই না।
আর মধু যদি খেয়েও ফেলি, স্বপ্ন আমার ভাঙ্গে না।
স্বপ্ন যদি ভেঙ্গেও যায়, সকাল আমার আসে না।
সকাল যদি এসেও যায়,আমায় কেউ ডাকে না।
কেউ যদি ডেকেও যায়, বিছানা আমায় ছাড়ে না।
বিছানা যদি ছেড়েও দেয়, ঘুম আমার ভাঙ্গে না।
ঘুম যদি ভাঙ্গেও যায়, তোকে আমি ছাড়ছি না।
বুঝলি অস্মিতা পাগলী....।।
      


রচনাকালঃ ০৫--০৭--২০১৫ইং