শুনেনি কেউ
          _____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)

ক্ষুধার্ত আমি ক্ষুধার রাজ্যে
দেয়নি কেউ আহার,
সাত দিনের ভুখা আমি
শুনেনি কেউ চিৎকার।।

কত জনের ধরেছি  আমি
                  হাত-পায়ে
কত লোকে তাড়িয়ে দিল
                 ফকির কয়ে।।

রাজপথ  ধরে  ঘুরেছি  আমি
এক  মুষ্টি   ভাতের   নেশায়
ধুর-ধুর  করে  তাড়িয়ে  দিল
তবে আজ মানবতাবাদীরা  কোথায়?

রচনাকালঃ ০৫জানুয়ারি ২০১৮ইং
ক্রমিক নংঃ ২৭১।
                                 [ছড়া]