খুব তাড়াতাড়ি বদলে নিব,আমার ঠিকানা
যে পথে তোমার রোজ আসা-যাওয়া
সেই পথ আর কোনদিন মাড়াব না।
ভুলে যাব সব। একই ছাদের তলায় ছিল,আমাদের বসবাস
চলে যাব অন্য কোথাও,থাকবো না হয় দু'জন যোজন যোজন দূরে।
এমন কোথাও, যে দেশে এক আকাশের তলে রব একেলা আমি
মুসাফির হব সেই দেশের খোঁজে,আজ থেকে হলাম বৈরাগী
সাত-জনমের সঙ্গী হতে চেয়েও পারিনি,পারিনি তোমায় স্বর্গের সুখ দিতে
তাই একটু দেরিতে হলেও আমায় উৎচ্ছেদ করে দিলে
অতঃপর ঠিকানাটা বদলে নিব,বাঁচব যে যার মত করে।।
ঠিকানাটা বদলানোর আগে কয়েকটি প্রশ্নের উত্তর দিবে?
তুমি কি কখনো উন্মাদটাকে ভুলতে পারবে?
যে ছিল তোমার প্রতিটি অনুভবে,প্রতিটি নিঃশ্বাসে
প্রতিটি বিশ্বাসের শেষ বিন্দু ফোটায়।
যার ডাকে সাড়া দিতে সর্বদায় কান খাড়া করে রাখতে তুমি
যাকে এক পলক না দেখলে হয়ে যেতে ভিষণ উদাসি...
তাকে ছাড়া থাকতে পারবে তো  নারিয়া...?
দিবে এই কয়েকটি উত্তর।কথা দিচ্ছি,আর কখনো জ্বালাব না
পেয়েছি উত্তর,তোমার নিরবতার থেকে।আমি যাচ্ছি চলে....
প্লিজ তুমি নিজের খেয়াল রেখো,নিজের মত করে ভাল থেকো...
অতঃপর ঠিকানাটা বদলে নিব,নিজের মত করে।।
হয়তো জানালার ঘিল হাতে দাড়ালে,তোমার স্মৃতিরা জ্বালাবে
মনের মাঝে বইবে কালবৈশাখী ঝড়,তবুও আমি ঠাকানাটা বদলে নিব
কারণ,আমি তো আজ তোমার পর।
তোমার অভাব হয়তো কুঁড়েকুঁড়ে খাবে ভিতর
ঝরবে লোনা জল,গড়িয়ে পড়বে গাল হতে ঘতর।
ইচ্ছে ছিল সর্বক্ষণে-সর্বকালে থাকিব তোমার সাথে
ভেঙ্গে সব করিব চুরমার,হারায় যদি মৃত্যুর আগে
নিয়তির নির্মম পরিহাসে আজ আমি নিরোপায়
ঠাকানাটা বদলে নিব,বাঁচব একা একাই।।
আপাদমস্তক কড়কড়ে কষ্ট আর মন ভাঙ্গা কিছু স্মৃতি নিয়ে
পাড়ি জমাব অন্য কোন ঠিকানায়,নির্বাক রূপে।
                   জানি আমি,,
তুমি বিহনে ভেঙ্গে চুরে একাকার হব আমি
হয়তো মিলিয়ে যাব শূণ্যতায়,দিগন্ত তটরেখায়।
তবুও নতজানু হব না।থাকব না তোমার দয়ার পাত্র হয়ে
বিদায় বেলায় এই অপরাধটুকু ক্ষমার দৃষ্টিতে দেখো
ঠিকানাটা বদলে নিব,কথা দিলাম আবার তোমায়।।
আমি তো আসিনি, কষ্ট হয়ে থাকতে তোমার জীবনে
কতকাল আর আমার পাগলামীকে
দুষ্টামি সুলভ আচরন ভেবে ক্ষমা করে দিবে?
তুমিও তো মানুষ!তোমারও ধৈর্যের সীমা আছে
          আর আমি এটাও জানি,,
সেই সীমা অনেক আগে অতিক্রম করেছি আমি।
তোমারও তো রয়েছে ভালভাবে বাঁচার অধিকার
সেটা তো আর স্বার্থপরের মত, নিজের কথা ভেবে
আমি হরণ করতে পারিনা,করতে পারিনা তোমাকে কোণঠাসা
আর তাই আমি চলে যাচ্ছি নারিয়া...অন্যকোন শহরে
চাইনা আর থাকতে,কারো জীবনের বোঝা হয়ে
অতঃপর,ঠিকানাটা বদলে নিব।মুছে দিও নারিয়া...
ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম আমার প্রতিটি চিহৃ।।
রচনাকালঃ ১৬--০৮--২০১৭ইং
ক্রমিকনংঃ ২৪০..