আমি তো ভাই কবি নই
তবুও কাব্য লিখে, সুখী হই।
কবির মত জানি না আমি
কাব্য রসের চলা-কলা
আমি তো ভাই সাধারণ মানুষ
কাব্য রচনা আমার কাজ না।
কবিরা তো সুন্দরের পূজারী,
পাথরের বুকেও খুঁজে পায়
একবুক ভালবাসার অসীম রবি,
তরুলতায় দেখতে পায়
বীর মানবের প্রতিচ্ছবি।
আমি তো ভাই কবি নই
সুন্দর করে, গুছিয়ে বলা
আমার কার্য নই।
তবুও আমি কাব্য পিপাসু
কাব্য লিখে যাই।
      
রচনাকালঃ ১৮--০৫--২০১৭ইং
ক্রমিক-নংঃ ১৪১