তোর বাড়ির আঙ্গিনা হতে
বৃষ্টি ভেজা রাতে প্লামেরিয়া ফুলের গন্ধ আসে
সেই গন্ধে তোর অস্তিত্ব আমি খুঁজে বেড়ায়।
তোর সাথে কাটানো সেই প্রহর গুলো
আজও খুব কাঁদায় আমায়।।


আমি সেই আগের মত করেই বেঁচে আছি
জানিস, একটুও বদলাইনি।
হয়তো পরির্বতনের সংস্পর্শে
আজও যেতে পারিনি, তাই আগের মতই আছি।।


কত দিন হয়ে গেল তোকে আর দেখিনা
তোর রেশমী ফিতায় বাঁধানো
মোরগ জুটিতে হাত বুলায় না। উড়ন্ত মেঘের গর্জনে
তোর ভয় ভয় কন্ঠে আর্তনাদ শুনিনা। দক্ষিণা হাওয়ায়
তোর কোকিলা কন্ঠে মৃদু মৃদু গান আর শুনি না...।।


তুই বেঁচে থেকেও যেন স্বপ্ন হয়ে গেছিস
তুই পাশে নেই তবুও মনে হয় পাশে আছিস
সবার মাঝে কেন জানি তোকে দেখতে পাই
হয়তো দৃষ্টির ত্রুটি রেখায় ভুল করে তোকে খুঁজে পাই।।
  


রচনাকালঃ ১৮--০৫--২০১৭ইং
বাগবাড়ী, লক্ষ্মীপুর।


[তোমাকে হারানোর ৬৭দিন পরে প্রথম কবিতা লিখলাম]