তোর মত করে
           ------ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


এখন আর তোর মত করে
ডাকে না কেউ মিষ্টি সুরে সোহেল বলে।
এখন আর তোর মত করে
কেউ বাসে না ভালো আমাকে।
এখন আর তোর  মত করে
কেউ করে না শাষণ আমারে।
এখন আর তোর মত করে
কেউ তো করে না আদর-যত্ন আমাকে।
এখন আর তোর মত করে
কেউ কষ্ট পেলে  মুখ লুকায় না এ বুকে।
এখন আর তোর মত করে
কেউ দেয় না এক বিন্দু ভালবাসা।
এখন আর তোর মত করে
কেউ আমায় বিশ্বাস করে না।
এখন আর তোর  মত করে
কেউ তো করে না একটু অভিমান।
এখন আর তোর মত করে
কেউ আমার দুঃখ বুঝে না।
এখন আর তোর মত করে
কেউ করে না আমার জন্য অপেক্ষা।
এখন আর তোর মত করে
কেউ চায় না আমার পানে।
এখন আর তোর মত করে
কেউ তো রোজ,নেয় না খোঁজ।
এখন আর তোর মত করে
কেউ তো আর পাগলামী করে না..........
          [সংক্ষিপ্ত ]


রচনাকালঃ ০৯--০৬--২০১৪ইং
ক্রমিক নংঃ ২০