তোমার ছেলে যুদ্ধে গেছে
         ক্রমিক-নংঃ ২১২
     ______ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


মা'গো তোমার ছেলে হারিয়ে গেছে
আর আসবে না ফিরে
কেঁদো নাকো মা'গো তুমি
দোয়া কর দু'হাত তুলে।


খোকা তোমার রাখতে মান
বিলিয়ে দিলো নিজ প্রাণ
বাঁচিয়ে দিলো তোমার সম্মান।


তোমার খোকন যুদ্ধে গেছে
আনতে সোনার দিন
রাখতে চায় না তোমাকে মা
শত্রুর হাতে পরাধীন।


খেলছে সে গোলা-বারুদ নিয়ে
যুদ্ধো করছে তোমার আচল মাথায় বেঁধে
শুধু তোমার মুখের হাঁসির জন্য
মা'গো তোমার মুক্তির জন্য
মা'গো তোমার মুখের বুলির জন্য
মা'গো তুমি দোয়া কর
আমার শহীদ ভাই-বোনদের জন্য।।



রচনাকালঃ ১৫--১২--২০১৬ইং