তোমার প্রেম পাবো বলে
       ক্রমিক-নংঃ ৩২৮.
   --- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)

শুধু তোমার প্রেম পাবো বলে
সদ্য-ফোঁটা বহু প্রেমের
অনাকাঙ্ক্ষিত ঘাসফুল মাড়িয়ে এসেছি।

তোমাকে একবার তৃষ্ণার্ত চোখে
মন ভরে দেখবো বলে,
কতনা কাতর দৃষ্টি থেকে
আমি নিজেকে সুরক্ষিত রেখেছি।

শুধু তোমার স্পর্শ পাবো বলে
আমি কাশফুলের আদুরে পাঁপড়ি গুলোকে,
আজ অবধি কখনোই
ছুঁয়ে দেখার দুর্সাহস করিনি।

শুধু তোমার ঐ দু'নয়নের গহিনে
একবার ডুববো বলে,
অনেক দিনের খরা শেষেও
আমি বৃষ্টিতে ভিজিনি।

আমি তোমার প্রেম পাবো বলে
আজও পরিস্কার রাখি মনের আঙ্গিনা।
তোমায় নিয়ে পাড়ি দিবো পদ্মা, মেঘনা, যমুনা
তুমি নিষ্ঠুর সবটা জেনে বুঝেও করো ছলাকলা।

রচনাকালঃ ২৭শে এপ্রিল ২০১৯ইং
বাগবাড়ী , লক্ষ্মীপুর।

[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।]