তুমি কথা রাখনি
          ক্রমিক-নংঃ ১৯৭              
   ___ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


কথা ছিল...
তুমি আমার আমি তোমার হাত ধরে হেঁটে যাব
জীবনের শেষ গন্তব্য, শেষ প্রহরে।
কখনো শিশির ভেজা ঘাসফুল মাড়িয়ে
আবার, কখনো দূরের উত্তপ্ত মরুভূমিতে পদ চিহৃ কেটে
কিংবা আকাশ ছোঁয়া পাহাড়টাকে পিছনে ফেলে
পথ চলবো আমরা, এক মনে এক সাথে সুখ-দুঃখে।।


কথা ছিল...
ভালবাসার শিরহনে ছুঁয়ে দিব তোমার গালের টোল
তোমার দীঘল কৃষ্ণ কেশে গুঁজে দিব পদ্মফুল।
দিনের শেষ আলোয়, ঝড় তুলবো চায়ের কাপে
আর বর্ষার বাদলও দিনে ভিজবো দু'জন এক সাথে।
রোজ রাতে গল্প-কবিতার আসর বসবে
রাত ভর চলবে গান-গীতির পালাবদল লড়াই,,,,
দু'জনে খোলা আকাশের তলে বসে
জ্যোৎস্নার হিমেল আলোয় গাঁ ভাসাব অতঃপর
খুটিনাটি বিষয় নিয়ে চলবে মিষ্টি-মধুর ঝগড়াঝাঁটি।
আর........
না থাক না।বাকিটা অপ্রকাশিত ইতিহাস হয়ে।।


কিন্তু...!
জীবনের মাঝপথে এসে
তোমাকে কোথাও খুঁজে পাইনি।
তোমাকে কোথায় না খুঁজেছি....?
ভেজা শিশির- ঘাসফুল, উত্তপ্ত মরুভূমি
পাহাড়ের ছূড়ায় এবং কি প্রতিটি সুখ-দুঃখ বেদনায়।
বিকালের চায়ের কাপে, বর্ষার শেষ বৃষ্টি ফোঁটায়
অতঃপর প্রতিটি গল্প-কবিতায়, জ্যোৎস্নার আলো ছায়ায়
তবুও কোথাও খুঁজে পাইনি তোমায়.....!!


আর খুঁজে পাবোই বা কি করে
আমি তো ভুলেই গেছি, তুমি কথা রাখনি........
সত্যি কি তুমি কথা রাখনি?
আজও আমি বিশ্বাস করতে পারি না
তুমি কথা রাখনি..........!!


রচনাকালঃ ০৬--০৬--২০১৭ইং