তুমি নেই বলে
              -----শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


তুমি নেই বলে
আজ আর ক্লান্ত দুপুর
আমায় জেগে কাটাতে হয় না।


তুমি নেই বলে
আজ আর কোন কাজে
ন্যায়-অন্যায় মানতে হয় না।


তুমি নেই বলে
আজ আর রোজ বিকালে
কারো অপেক্ষায় থাকতে হয় না।


তুমি নেই বলে
এখন কারো অভিমানী মুখ
আমায় দেখতে হয় না।


তুমি নেই বলে
তোমাকে দেখার জন্য
রোজ সকালে বারান্দাতে, দাড়াতে হয় না।


তুমি নেই বলে
বৃষ্টিও এখন নামে না
আমার সীমান্তে, চরম ক্ষোভে।


তুমি নেই বলে
আজ আর কেন জানি
পাখির মত উড়িবার, স্বাদ জাগে না।


তুমি নেই বলে
আজ আর বৃষ্টির পরে
কদম ফুল ফোঁটার গন্ধ পাই না।


তুমি নেই বলে
আজ আর দিন তারিখের
কোন হিসেব রাখি না।


তুমি নেই বলে
আজ আর লবনের তৈরী
সেই এস্পেসাল চা, না চাইতেও
আমায় পান করতে হয় না।


তুমি নেই বলে
আজ আর ভুল করলেও
কেউ আমায় ইচ্ছে মত বকে না।


তুমি নেই বলে
মনের শত আবেগ দিয়ে
গলা জড়িয়ে ধরে, কেউ কাঁদে না।


তুমি নেই বলে
আজ আর কোন কিছুতেই
হারাবার ভয় নেই।
    


রচনাকালঃ ০৭--০৯--২০১৫ইং
ক্রমিক নংঃ ১৮..