তুমিও কি করো বৃষ্টি বিলাস
              ক্রমিক-নংঃ ৩১৬..
      - শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


বৃষ্টির আগের ঐ থমথমে পরিবেশটা
আমাকে ভিষণ একা করে দেয়।
রুদ্ধ করে দেয় আমার শীরা-ধমনি
আর ফোঁটা ফোঁটা স্বচ্ছ জল যেন
আমাকে চিৎকার দিয়ে জানান দিচ্ছে
সে তুমিও হারিয়ে গেছো কোন এক বসন্তের
কোকিল না ডাকা নামহীন বিকেল বেলায়।


হঠাৎ করে চলে আসা এই বৃষ্টি বিলাস
আমার ভিষণ একঘেউমেয় লাগে।
জানালার গ্রীল ছুঁয়ে যে ক'ফোটা বৃষ্টি পড়ে
সেগুলো স্পর্শ করলে যেন চোখের সামনে
তোমার শেষ বার কাঁদতে কাঁদতে চলে যাওয়ার দৃশ্যটা
না চাইতেও ভেসে উঠে। আজ তো খুব বৃষ্টি হচ্ছে
তুমিও কি আমার মতো করে আনমনে ভাবছো আমায়
নাকি স্বামীর বুকে ঘুমাচ্ছো পরম সুখে ভালোবাসায়?
  


রচনাকালঃ ২৬শে ফেব্রুয়ারি ২০১৯ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন।
ভাল লাগলে লাইক,কমেন্ট ও শেয়ার করবেন।]