ভালবাসতে তোমায়
        ক্রমিক-নংঃ ২৪৭
    ____ শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)


যদি কখনো অবসাদ স্পর্শ করে আমায়
রুখতে চায় বেলা ফুরানোর আগে।
ঠিক তখনি, তোমারি নাম জব করি আপন মনে
সকল অবসাদ ক্লান্তি যেন বিদায় নেয় এক মূহুর্তে।।


তৃষ্ণায় যখন প্রাণ চলে যায় যায় অবস্খা আমার
ঠোঁট শুকিয়ে চৌচির, মুখ ভর্তি ঢেঁকুর ওঠে বার-বার।
তোমার ঠোঁট ছোঁয়ার সেই অনুভূতিটা আমায়
ন্যানো সেকেন্ডের মাথায় মুক্তি দেয়।
        আহা কিযে এক অদ্ভুত সুখ-সম্ভার।।


আলোহীন গোধূলি লগ্নে, দু'চোখে যখন ঝাপসা নামে
নীল পদ্মকোষের শিরা হতে কুড়িয়ে আনি একখন্ড সবুজ গালিচা।
কত সূত্র কত পদ্ধতি, কত যোজন-বিয়োজন শিখেছি আমি
শুধু রপ্ত করতে পারিনি তুমিহীনা বেঁচে থাকার কৌশল।।


নগরীর সভ্যতা যখন, সন্ধ্যার কিঞ্চিত আলো রেখায়
বার বার ডাকে আমায়। তোমার মায়াবী চোখের
বাঁকা চাহনি নেশা ধরিয়ে দেয়। ঐ চোখে তাকিয়ে
কতবার হারিয়ে ফেলেছি আমার অস্তিত্ব
সেই ইতিহাস কেবল-মাত্র আমি জানি।।


গোলাপ, মাধবি লতা, সন্ধ্যামালতী অথবা প্লামেরিয়া
তাদের সুবাস দিয়ে কেউই করতে পারেনি আমায় বিভ্রান্ত!
শুধু দক্ষিণের চৈতালি হাওয়ায় তোমার এলোমেলো চুলের সুবাস
কেমন জানি, বিভ্রান্ত করে রাখে আমায়! ঠিক তখনি
আমি যেনো, বেখেয়ালী হয়ে পড়ি ভালবাসতে তোমায়।।


রচনাকালঃ ২৫--০৯--২০১৭ইং
বাগবাড়ী,লক্ষ্মীপুর।


[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভাল লাগলে শেয়ার করবেন]