নাই! নাই! নাই!
দিবারাত্রি নাই-এর মধ্যে
হাবুডুবু খাই
তবু লোকের কথায় বলি
- ভালো আছি ভাই।


ভালো-
আমাদের থাকতে হয়
দুঃখ-ব্যাথা ঢাকতে হয়
মূল্য ধরে রাখতে হয়
সমাজে...
হই না নত যথা তথা
মধ্যবিত্ত বলে কথা
বুকের ভেতর কষ্ট রাখি
জমা যে।


অভিনয়ে পঞ্চাশোর্ধের
অভিজ্ঞতা তাই
চরিত্রটার ধরণ বুঝে
পায়ে পা মেলাই
দর্শকেরা বোঝে না কেউ
ঘরে খাবার নাই!