সাধু সাধু আদুভাই নেন নাতো ঝক্কি!
মাথাতেই ছাতা ধরে থাকে দেহরক্ষী।
চুপ করে যাই পান-
টুপ করে গিলে খান!
দেখেনা তো জনগণ;কোন কাকপক্ষী।


সাধু সাধু আদুভাই হালে বিরাট আমলা!
কালে কালে বাপদাদা বেচেছেন কামলা!
ওসব আজ ঢুপঢাপ-
ফুস ফাঁসও চুপচাপ!
রা' করলে রাঘবীর- ঠুঁকে দিবে মামলা!