দৌড়ে এসে-
বললো হেসে রেশমা;
“কী অপরূপ-
আমাদের এই দেশ মা!


দুব্বা ঘাসে-
শিশির হাসে ঝলমল;
নদীর জলে-
নৌকা চলে ছলছল!


পানকৌড়ি-
হঠাত হঠাত দেয় ডুব!
কাঁশের বনে
হাঁসের ছানা চুপ চুপ!


গাছে গাছে
ফিঙ্গে নাচে মুহু মুহু!
পাতার ফাঁকে
কোকিল ডাকে কুহুকুহু!


ফুলের বনে-
আপন মনে প্রজাপতি;
দেখে তাহার-
রূপের বাহার হারাই গতি!


সারি সারি-
তাল-সুপারীর গাছ মা!
আমায় ডেকে-
খেলতে নিলো আছমা!


বুকের মাঝে-
খুশীর বাজে ঘন্টা!
এই দেশে মা-
সবার উদার মনটা!”


><-><-><-><-><-><-><-><-><-><-><
প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২১
             নীলসবুজের হাট/দৈনিক সংগ্রাম/ঢাকা।
             ১ জুন ২০২২
             ইষ্টি-কুটুম/দৈনিক ভোরের কাগজ/ঢাকা।