অপূর্ব-টার ‘অ’ বাদ দিলে ‘পূর্ব’ থাকে জের;
পূর্ব নিয়ে-ই কথা চলুক  এখন তবে ফের!
পূর্ব মানে- পূর্বদিকে নয়, দেশের পূর্বকথা-
বঙ্গবন্ধু আঙুল নেড়েই  আনেন স্বাধীনতা!


তাঁর ইশারায়  মুক্তিযুদ্ধ তাঁর  প্রেরণায়  জয়-
সেই বাঙালীর অধঃপতন! দেখছি শুধুই ক্ষয়?
আগের মত স্বদেশপ্রীতি  কারোর মধ্যে নাই;
দায়িত্বে যারা আছে তাদের কেবলই খাই খাই!


কামড়েও খায় চুষেও খায় আবারও খান চেটে!
পাইনা এমন খাওয়ার নজীর ইতিহাসটা ঘেঁটে।
ব্রীজ-কালভাট, পুকুর, নদী, মাদ্রাসা-ইশকুল-
জমি-জমা, হাট ও বাজার খাওয়াতে মশগুল!


সড়ক খাওয়ার উৎসব তো- জমে এখন ক্ষীর!
লিষ্টে তাদের আরো আছে মসজিদ ও মন্দির!
খাওয়ার দিকে ধান্দা শুধু কাজের দিকে নাই!
এই নিদানে শেখ মুজিবের মতন নেতা চাই!!