এই তো জীবন, পরমানন্দে কাটাই!
ভাবি না কখনও পরমেশ্বর
করবে কখন ছাঁটাই।
উড়ছে ঘুড়ি, কে ঘোরাচ্ছেন লাটাই?
বোধের নয়ন বন্ধ করে-
সার হচ্ছে হাঁটাই।


মাটির বিছান, নেই তো বালিশ চাটাই!
আমার আমার বলে যতই
নিজের গলা ফাটাই।।
দুধের ব্যবসা, তবুও চিনিনা মাঠা-ই!
নিত্য হাটে সওদা করেও
দেইনা উচিত হাটাই।