ফাগুনের গায়ে আগুনের মাখামাখি!
কুহু কুহু স্বরে ডাকে বিরহিনী পাখি!
এমন দিনে
স্মৃতির ঋণে-
জড়িয়ে তোকে বুকের পাঁজরে রাখি।


কেন যে আমি- অযথা স্বপন আঁকি?
সব ছিল ভুল? যা ছিল সকল ফাঁকি?
দিবস রাতে
তোরই সাথে-
তথাপি আমি- জড়াজড়ি হয়ে থাকি!


কত যে দুঃখ হাসির আড়ালে ঢাকি!
আমার মতন-  তুইও করিস নাকি?
সত্যটা বল
করিসনা ছল
জীবনের পথ- এখনও অনেক বাকি!
===================