দুর্বিত্তে-- খোশ চিত্তে
করছে দেশে রাজ!
রাজার সাথে পা মিলিয়ে
যখন যেমন ভাজ
বদল করেন সাজ!


লাজ---?
মোটেই তাদের নেই।
স্বার্থ দেখে- মুদ্রা তোলেন
নাচেন তা-ধেই ধেই!
আবার---
শেষ হলো যেই খাবার
পিছন থেকে চুপে চুপে
রাস্তা খোঁজে' যাবার।


ওদের---
হয় না উদয় বোধের
চিন্তা শুধুই খোদের!
থাকতে সময়-
খুব প্রয়োজন রোধের!


ভাবি---
এই কী ছিল-
শিকলভাঙ্গার দাবী?
হচ্ছি নাকাল,
কচ্ছি না কেউ কথা!
রক্ত দিয়ে কিনে ছিলাম
এমন স্বাধীনতা?
============
দৈনিক আমাদের সময় পত্রিকার আজকের ছড়া বিভাগে প্রকাশিত। তারিখ : ১০/০৪/২০২২ ইং
লিঙ্ক : https://epaper.dainikamadershomoy.com/2022/04/10/page-10