জাতির পিতার জন্ম সালের
   একশ’ বছর পূর্তিতে,
ভেবো না কেউ আমরা আছি
  ভীষণ রকম ফুর্তিতে!


বুকের ভেতর জ্বলছে আগুন
দেখছো না কেউ মনটা যে,
স্মৃতির পটে ভাসছে শুধুই
  তাঁর ঐ মরণ ক্ষণটা যে!


পাক-হানাদার পায়নি সাহস
   খুন করেছে স্বজাতি!
বাঙাল হলেও ওরা ছিলো
     বন্যপশু, অজাতি!


সব খুনিরা ঝুলবে যেদিন
   শক্ত ফাঁসির দড়িতে,
হয়তো সেদিন শান্তি পাবো-
  ভাসবো প্রবোধ তরীতে!