অল্প বিদ্যার গল্প একখান
হুনেন মিয়া ভাই;
কেলাশ ফাইভ পাশ করে নাই
হবুর গলায় টাই।


বলে- "এইডা বিদ্যায় নয়,
ফ্যাশান বইলা কতা,
আমরা বাঙাল রক্ত দিয়াই
কিনছি স্বাধীনতা -
যেমুন খুশী ভোগ করমু
বলুক না যে যাই,
ইচ্ছা হইলে লুঙ্গী পিন্দাও
রাখমু গলায় টাই।"


হবু গেলো টাই পিন্দাই
হবু শশুড় বাড়ি,
কন্যার বইন টাই দেইখ্যা
ভাবলো বরের দাড়ি!
দাড়ির কতা হুইনা কন্যায়
বাধায় দিলো গোল,
ভাঙলো বিয়া, থামলো গিয়া
বিয়া বাড়ির ঢোল!