আমি নুরালম- প্যাডেল ঘোরাই জোরে?
প্রতিদিন উঠি- ঘুম থেকে কাক-ভোরে,
তথাপি জীবন- ক্ষুধার আগুনে পোড়ে!


তোমরা বসে, আমি দ্রুত টানি গাড়ি,
চলছি বয়ে- তোমাদের নিয়ে বাড়ি,
চেষ্টা করছি- পারি যত তাড়াতাড়ি।


তোমরা শিখছো- কত কিছু ইশকুলে,
সাজিয়ে যাচ্ছো নিজেদের জ্ঞানফুলে,
অথচ আমি- হারিয়েছি সব মুলে!


প্রতি নিয়ত-ই অভাব করছে তাড়া,
পেটের জ্বালায় রোজ হই দিশেহারা,
সোজা করতে পারি নাকো শিরদাঁড়া।


প্রার্থনা করি- সবে বড়ো হয়ে ওঠো,
জ্ঞানের আলোয়- সূর্যের মত ফোটো,
মানুব সেবায়- সারা দুনিয়ায় ছোটো...।