দেশটা আমার রূপের হাট
ধান-কাউনে ভরা মাঠ
নৌকা বাঁধা খেয়ার ঘাট
ঠিক যেন এক
পটে আঁকা ছবি!


ঘরে ঘরে স্নেহের টান
পাখ-পাখালির মধুর গান
সব কিছুতেই জুড়ায় প্রাণ
ঘুরে ঘুরে-
দেখা আমার হবি!


গাছে গাছে ফুলের হাসি-
কাস্তে হাতে ছুটছে চাষি
দেখতে খুব ভালোবাসি
দেখে দেখে-
আমি শখের কবি!