আছি রণে কাঁটাবনে-
মনে নাই স্বস্তি
ভাত নাই জাত নাই
ক্ষীনকায় অস্তি!

আমাদের মামাদের
রোজ দেখি মাস্তি
বেশামাল শীতকাল
বিধাতার শাস্তি!

দিন কাটে পথেঘাটে
নেই পেটে অন্ন
বুকভরা সুখ সেতো
মামাদের জন্য!