আমি দেখছি ধু-ধু আকাশ
তুমি দেখছো নীল-
দু’টি চোখে পাই না খুঁজে
দেখার অন্তঃমিল।


শিউলিঝরা রোদন নিয়ে-
কাঁদুক শঙ্খচিল।
তোমার চোখে রূপের বাটি
পদ্মফোটা ঝিল।


দুখের ঘরে খুব সহজে
যায় না দেয়া খিল!
বলছি যতোই মুখে মুখে
সীল করেছি সীল!


মেঘের ছায়া বুকে নিয়ে-
যায় শুকিয়ে বিল
মধুর আশায় আর দিব না
মৌচাকেতে ঢিল।।


প্রকাশঃ দৈনিক ভোরের দর্পণ / দর্পণ সাময়িকী / ১৫ অক্টোবর ২০২২