অনুরাধা- গদবাঁধা
কথা শুধু ক'বি?
নাকি তুই একটুও
প্রাকৃতিক হবি?


ছোট অতি প্রজাপতি
এক ফুলে রোজ-
বসে কিরে? নাকি করে
নতুনের খোঁজ?


বুলবুলি- "ফুলঝুটি"
আমি বলি যারে,
হররোজ একই গাছে
পাস কিরে তারে?


আজকে বাদলঝরা
আঁধারের দিন,
সেও কিরে হবে না
আলোতে রঙিন?


তবে কেন তুই রোজ
এক কথা বলে-
চোখের আড়াল হবি
একই কৌশলে?