বলছি যেমন চলছি নাতো-
উল্টোপথে বাড়াই পা;
মানবতার ঢাক পিটিয়েই
চলছে কতো মানব ছা!


ছা’য়ের গায়ে ছাপ্পা মারা
পোশাক-আশাক অরূপ তার
স্বার্থে যখন লাগে টোকা-
উপচে পরে স্বরূপ তার!


স্বরূপ দেখে ধর্ম হাঁপে-
খাঁদের ভাজে লুকান সাঁই
মানবতা-ই আসল কথা
এরচে বড় ধর্ম নাই!!