ঐ বাদলের__মাদল বাজে
ক্রুদ্ধ মাতাল, ভীষণ সাজে
আসছে তেড়ে ঝড়;
        তোর যা দখল, যাবে সকল,
        একটু সবুর কর!

লাগবে আগুন,
সুখের ফাগুন-পুড়ে হবে ছাই;
এক নিমিষে মধু-বিষে-
যাবে-ই মিশে,
       বুঝবি তখন, খুঁজবি উপায়-
       দেখবি কোথাও নাই।

এখন যে তোর ক্ষমতাটা-
বুকের পাটা, যাবেই কাঁটা;
ভাবনা বিহীন, সংগতিহীন
বদলাবে এই দিন।
       সামনে মরন রাখিস স্মরণ
       বাড়াস না আর ঋন।।

______________________
০২ জুন ২০১৬, লালমনিরহাট।