আকাশ মেঘের পালকি।
প্রাণ স্বজনী
আসছো তুমি কাল কি?


হাওয়ায় দোলে শুভ্রকাশ,
মনের ঘরে দাপায় আশ,
শিউলি ফুলে
নিত্য গাঁথি মালা।
একা একা যতন করে-
সাজিয়ে রাখি থরে থরে
তোমার জন্য-
হাজার কথার ডালা।


নিলে না খোঁজ
আমার এখন হাল কি?


চাঁদপ্রহরী নিরব রাতে
তুমি আমি আঙিনাতে
বসবো কবে-
গায়ে গায়ে ঘেঁসে?
নিযুত তারা স্বাক্ষী রবে
রাত পেরিয়ে সকাল হবে
জড়িয়ে দু'জন
কেবল ভালোবেসে।


ভাদর শেষ
থাকবে গাছের তাল কি?


## ১৭ ভাদ্র ১৪২৯, লালমনিরহাট।