‘আশিক আলি’ ঢাকা এসে-
হয়ে গেছে ‘আশকি’
হাব-ভাব দেখে ও...রে-
খাই পুরা টাসকি!


গায়ে তার লাল শার্ট
জিন্সপ্যান্ট পরনে-
চোখে কালো সানগ্লাস
দামী জুতা চরণে!


ডানে বামে চেলা-চাম্
‘বস’ ডেকে অস্থির
উন্নতি দেখে তার-
শ্বাস টানি স্বস্তির!!


ডেকে বলে আমাকে সে-
‘এই ব্যাটা চাস কি?
হেঁটে হেঁটে কেটে পড়
চাস খেতে বাঁশ কি?’


‘আমি মনু। গ্রাম থেকে-
চিনতে কি পারলি?
যার টাকা ধারে নিয়ে-
তুই গ্রাম ছাড়লি!’


‘কবে সেটা? কোন কালে?
আসে না তো ভাবনায়!
কে আছিস ওকে ধরে
ছেড়ে আয় পাবনায়।।’