দেশটা এখণ মবের হাতে
ছেড়ে দি’ছে সরকার
কেউবা বলে- "এটাই ভালো
এটাই ছিলো দরকার!"
কেউবা বসে চিন্তা করে
আর কি হবে দুদিন পরে!
এই সুযোগে কেউবা আবার
তেল খুঁজে নেয় চরকার।
অসাধুরাই বাড়ছে কেবল
সাধু মরছে ভাতে
কর্তারা সব আখের গোছায়
কী যায় আসে তাতে?
দুষ্ট লোকের পাতা ফাঁদে
পড়ে এখন কেউবা কাঁদে
কেউবা বলে-"ঠিক হয়েছে
মরুক অভিঘাতে!"